সড়কে এবারের প্রস্তুতি সবচেয়ে ভাল: মন্ত্রী

0

obidul kaderসোমবার দুপুরে টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে এসে সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার ঈদের প্রস্তুতি সবচেয়ে ভাল, রাস্তায় যানজট হবে না। প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। মহাসড়কের ফোর লেনগুলো এবার আগের চেয় অনেক ভাল। আশা করি এবার ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক হবে আগের যেকোনো সময়ের তুলনায়।
মন্ত্রী বলেন, জয়দেবপুর-এলেঙ্গা ফোর লেন নির্মাণ কাজের জন্যও যানজট যাতে না হয়, তার জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। যানজট নিরসনে ১৬টি পয়েন্টে পুলিশের পাশাপাশি এক হাজারের মতো স্বেচ্ছাসেবক থাকবে। যানজটপ্রবণ এলাকায় পাবলিক টয়লেট নির্মাণ করা হবে।[ads1]

এ সময় মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথের ঢাকা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সবুজ উদ্দন খান, গাজীপুরের পুলিশ সুপার হারুন-অর-রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, আগামী ২৬ জুন দেশের প্রথম বাস-র‌্যাপিড ট্রানজিট (বিআরটি)-এর ফিজিক্যাল কনস্ট্রাকশনের নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় মন্ত্রী জানান, জয়দেবপুর থেকে উত্তরা পর্যন্ত ৬টি ফ্লাইওভার ব্রিজ নির্মাণ করা হবে। টঙ্গী ব্রিজ হবে ১০ লেন। টঙ্গী থেকে উত্তরা পর্যন্ত চার কিলোমিটার পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে।[ads2]

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More