ঢাকা: চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে ১২ উপজেলার নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। কোনো নাশকতা ছাড়াই ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা।
সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। নির্বাচনে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় শুধু চেয়ারম্যান পদে উপ নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে।
এ দফায় রংপুর সদর, কাউনিয়া, গঙ্গাচড়া ও পীরগাছা, সিরাজগঞ্জের কামারখন্দ, বরগুনার তালতলী, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ, রাজবাড়ীর কালুখালী, গাজীপুর সদর, টাঙ্গাইলের বাসাইল এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ষষ্ঠ ধাপে ১২ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৬৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৯ জন।
১২ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৪৫ হাজার ১৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১৫ হাজার ৮৭ এবং নারী ভোটার ৯ লাখ ৩০ হাজার ৪৬ জন।
এসব উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৭৪৬টি। ভোট কক্ষের সংখ্যা ৪ হাজার ৯৩০টি।