১৭ দিনেই অবসরে কবির : এক নজরে মন্ত্রিপরিষদ সচিবদের সময়কাল

0

কবির বিন আনোয়ার, বাংলাদেশের ইতিহাসে স্বল্পতম সময় দায়িত্ব পালন করা মন্ত্রিপরিষদ সচিব। দায়িত্ব গ্রহণের মাত্র ১৭ দিনের মাথায়, অর্থাৎ মঙ্গলবার (৩ জানুয়ারি) অবসরে গেলেন তিনি। যদিও গুঞ্জন ছিল চুত্তিভিত্তিক নিয়োগ দিয়ে তার মেয়াদ বাড়ানোর।

তবে এদিন দুপুরেই নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেনকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিয়োগ পেয়ে নতুন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, প্রশাসনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ধারাবাহিকতা। যে চ্যালেঞ্জ আসুক না কেন, পরিপূর্ণ দক্ষতা দিয়ে তা মোকাবিলা করেই দেশের সেবা করে যেতে হবে।

তিনি আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতি পাশ কাটিয়ে দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সমাপ্ত করতে পারলে আমাদের দেশ আরও এগিয়ে যাবে।

এদিকে, অবসরে যাওয়ার আগে এদিন দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কবির বিন আনোয়ার বলেন, প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, তা বুঝেশুনেই নিয়েছেন। সে সিদ্ধান্তের প্রতি আমার সম্মান আছে।

তিনি বলেন, আজ (মঙ্গলবার) আমার সরকারি চাকরির মেয়াদ শেষ হয়েছে। এটি রুটিনমাফিক পদ্ধতি। চাকরির এক্সটেনশন হওয়া একটা বিশেষ অধিকারের বিষয়। পরবর্তীতে হয়তো অন্য কোনো ভালো জায়গায়ও আমাকে দেখা যাবে।

নির্দিষ্ট কোনো অভিযোগের কারণে আপনি এক্সটেনশন পেলেন না, এ কথার সত্যতা নিয়ে প্রশ্ন করলে কিছু বলতে রাজি হননি তিনি।

এর আগে গত ১৫ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের চুক্তির মেয়াদ শেষে ওইদিন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ারকে নিয়োগ দেয় সরকার।

তবে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রেখেই খন্দকার আনোয়ারুল ইসলামের পরে সিনিয়র সচিব হিসেবে কবির বিন আনোয়ারকে এবং এরপর সিনিয়র সচিব মো. মাহবুব হোসেনকে মন্ত্রিপরিষদ সচিব করা হয়।

২০১৯ সালের ২৮ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে খন্দকার আনোয়ারুল ইসলামকে নিয়োগ দেয় সরকার। তার চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ হওয়ার পরেও তাকে দুই দফায় তিন বছর মেয়াদ বাড়ানো হয়।

বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে ১৯৭১ সালের ১৬ জুলাই নিয়োগ পেয়েছিলেন এইচটি ইমাম। এ পদে তিনি ছিলেন ১৯৭৫ সালের ২৭ আগস্ট পর্যন্ত।

নিম্নে বাংলাদেশের মন্ত্রিপরিষদ সচিবদের সময়কাল তুলে ধরা হলো:

১. এইচ, টি, ইমাম: যোগদানের তারিখ ১৯৭১-০৭-১৬ অবমুক্তির তারিখ ১৯৭৫-০৮-২৭।

২. শফিউল আজম: যোগদানের তারিখ ১৯৭৫-০৮-২৮, অবমুক্তির তারিখ ১৯৭৬-০৭-১৪।

৩. আব্দুল মোমেন খাঁন: যোগদানের তারিখ ১৯৭৬-০৭-১৪, অবমুক্তির তারিখ ১৯৭৭-০৭-১৪।

৪. এম, কেরামত আলী: যোগদানের তারিখ ১৯৭৭-০৭-১৫, অবমুক্তির তারিখ ১৯৮২-০৪-১৪।

৫. মো. মহবুবউজ্জামান: যোগদানের তারিখ ১৯৮২-০৪-১৪, অবমুক্তির তারিখ ১৯৮৬-১১-২৩।

৬. মো. মুজিবুল হক: যোগদানের তারিখ ১৯৮৬-১১-২৩, অবমুক্তির তারিখ ১৯৮৯-১২-৩১।

৭. এম, কে, আনোয়ার: যোগদানের তারিখ ১৯৯০-০১-০১, অবমুক্তির তারিখ ১৯৯১-০১-১০।

৮. মোহাম্মদ সিদ্দিকুর রহমান: যোগদানের তারিখ ১৯৯১-০১-২০, অবমুক্তির তারিখ ১৯৯২-০২-০৪।

৯. মোহাম্মদ আইয়ুবুর রহমান: যোগদানের তারিখ ১৯৯২-০২-০৬, অবমুক্তির তারিখ ১৯৯৬-০৯-৩০।

১০. সৈয়দ আহমেদ: যোগদানের তারিখ ১৯৯৬-১০-০১, অবমুক্তির তারিখ ১৯৯৭-০১-১৮।

১১. আতাউল হক: যোগদানের তারিখ ১৯৯৭-০১-১৮, অবমুক্তির তারিখ ১৯৯৮-১২-১৩।

১২. কাজী সামসুল আলম: যোগদানের তারিখ ১৯৯৮-১২-১৩, অবমুক্তির তারিখ ২০০১-০৬-৩০।

১৩. ড. আকবর আলি খান: যোগদানের তারিখ ২০০১-০৬-৩০, অবমুক্তির তারিখ ২০০২-০৩-৩১।

১৪. ড. কামাল উদ্দিন সিদ্দিকী: যোগদানের তারিখ ২০০২-০৪-০২, অবমুক্তির তারিখ ২০০২-০৫-০৬।

১৫. ড. সা’দত হুসাইন: যোগদানের তারিখ ২০০২-০৫-০৬, অবমুক্তির তারিখ ২০০৫-১১-২৭।

১৬. এ এস এম আব্দুল হালিম: যোগদানের তারিখ ২০০৫-১১-২৭ অবমুক্তির তারিখ ২০০৬-০৮-৩১।

১৭. মো. আবু সোলায়মান চৌধুরী যোগদানের তারিখ ২০০৬-০৯-০৩ অবমুক্তির তারিখ ২০০৬-১২-০৬।

১৮. আলী ইমাম মজুমদার: যোগদানের তারিখ ২০০৬-১২-০৬ অবমুক্তির তারিখ, ২০০৮-১১-২৭।

১৯. এম আবদুল আজিজ এনডিসি: যোগদানের তারিখ ২০০৮-১১-২৭ অবমুক্তির তারিখ, ২০১১-১০-০২।

২০. মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা: যোগদানের তারিখ ২০১১-১০-০৩, অবমুক্তির তারিখ ২০১৫-১০-২৯।

২১. মোহাম্মদ শফিউল আলম: যোগদানের তারিখ ২০১৫-১০-২৯,অবমুক্তির তারিখ ২০১৯-১০-২৮।

২২.খন্দকার আনোয়ারুল ইসলাম: যোগদানের তারিখ ২০১৯-১০-২৮, অবমুক্তির তারিখ ২০২২-১২-১৫।

২৩. কবির বিন আনোয়ার: যোগদানের তারিখ ২০২২-১২-১৫, অবমুক্তির তারিখ ২০২৩-০১-০৩।

২৪. নতুন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন যোগদানের তারিখ ২০২৩-০১-০৩ অদ্যাবধি…..

উৎসঃ   সময়টিভি
Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More