যেসব এলাকায় মিডিয়ার প্রচার কম সেসব এলাকায় বাল্য বিবাহের প্রবণতা বেশি জানিয়ে বাল্য বিবাহ প্রতিরোধ এবং মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতে মিডিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ আ. স. ম. ফিরোজ। জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে শনিবার সাংবাদিকদের সঙ্গে এ সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
বাংলাদেশ এখন যুবকদের উল্লেখ করে চিফ হুইপ বলেন, বর্তমানে মোট জনসংখ্যার বিপুল অংশই যুবক। এ অবস্থা ২০১৩ সাল থেকে শুরু হয়েছে যা চলবে ২০৪০ সাল পর্যন্ত। তাই প্রয়োজনীয় শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের মানব সম্পদে পরিণত করতে পারলে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।
মতবিনিময় সভায় হাবিবে মিল্লাত একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে মাতৃমৃত্যু, মাতৃস্বাস্থ্য ও বাল্য বিবাহের একটি সচিত্র প্রতিবেদন তুলে ধরেন। তিনি বলেন, ১৮ বছরের নীচে কোনো মেয়ের বিয়ে দেয়া যাবে না। খুব শিগগিরই এ সংক্রান্ত একটি আইন সংসদে আসবে। সেখানে কোনো শর্ত যোগ করা যাবে না।
অ্যাডভোকেট সানজিদা খানম বলেন, আইনের মাধ্যমে নারীদের বিয়ের বয়স ১৮ বছর করার ক্ষেত্রে আরও কঠোর হতে হবে। বিশ্বের কাছে বাংলাদেশের এই অবস্থান আরও সুস্পষ্ট করতে হবে।
জাতীয় সংসদের চিফ হুইপ আ. স. ম. ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন ছাড়াও এমপিদের মধ্যে বেগম রেবেকা মমিন, মো. হাবিবে মিল্লাত, অ্যাডভোকেট সানজিদা খানম ও উম্মে কুলসুম স্মৃতি বক্তব্য রাখেন।
Next Post