২০১৯ সালের নির্বাচনে পরাজিত করে খালেদা জিয়ার আখেরি মোনাজাত করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ সোমবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।
মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া জ্বালাও-পোড়াও করেছেন। বাংলাদেশের মানুষ স্যালেন্ডার করেনি। খালেদা জিয়া শেখ হাসিনার কাছে স্যালেন্ডার করেছেন। ২০১৯ সালে খালেদা জিয়া চূড়ান্তভাবে পরাজিত হবেন।
তিনি বলেন, একজন নেত্রীর উন্নয়ন সহ্য হয় না। মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করে খালেদা জিয়া বাঙালি জাতিকে অপমান করেছেন। খালেদা জিয়া শেখ হাসিনার কাছে পরাজিত হয়েছে। সেই নির্বাচনে খালেদা জিয়ার আখেরি মোনাজাত করা হবে।