মোঘল স্থাপত্য লালবাগ কেল্লার দেয়াল ভেঙে গাড়ি পার্কিংয়ের জন্য স্থান নির্মাণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব নির্মাণ কাজ বন্ধ করতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্ময়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার দুপুরে এ আদেশ দেন।একইসঙ্গে প্রত্মতত্ত্ব সংরক্ষণ আইন অনুযায়ী লালবাগ কেল্লাকে সংরক্ষণের নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এছাড়া লালবাগ কেল্লাকে কেন আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
সংস্কৃতি সচিব, প্রত্মতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক ও লালবাগ কেল্লা থানার ওসিসহ সংশ্লিষ্টদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।লালবাগ কেল্লার দেয়াল ভেঙে অবৈধ গাড়ি পার্কিং নিমাণ সংক্রান্ত একটি রিপোর্ট গত বৃহস্পতিবার দৈনিক যুগান্তরে প্রকাশিত হয়। এরপর ঘটনাটি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে জাতীয় সংসদেও কথা হয়। এরপর বিষয়টি উচ্চ আদালতে নজরে এনে রিট দায়ের করেন এক আইনজীবী।
Prev Post
Next Post