গরু-খাসি জবাই দিয়ে পাইল বসানো শুরু

0

padma-Brgমন্সীগঞ্জ: গরু, খাসি ও মোরগ জবাই দিয়ে বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর পরীক্ষামূলক পাইল বসানোর কাজ শুরু হয়েছে।

রোববার সকালে উৎসব মুখোর পরিবেশে শুরু হয় মাওয়া চৌরাস্তা পয়েন্টে পরীক্ষামূলক পাইল বসানোর কাজ।

পরীক্ষামূলকভাবে পাইল বসানো গেলে তার ওপর ভিত্তি করেই বসানো হবে মূল সেতুর পিলার। এ কাজটি ভিত্তির প্রাথমিক ও প্রধান কাজ।

পদ্মা সেতুর মূল কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজের কর্মকর্তারা পাইল বসানোর কাজটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এসময় সেখানে দুটি গরু, দুটি খাসি ও দুটি মোরগ জবাই দেয়া হয়। প্রথাগত নিয়ম পালন শেষে প্রার্থনা করা হয়। এরপর হ্যামার দিয়ে মাওয়া প্রান্তে ২ নং টেস্ট পাইল বসানোর কাজ শুরু হয়।

জবাই করা গোস্তে কর্মী সংশ্লিষ্টদের দুপুরের ভোজের আয়োজন চলে। এ সময় চায়না মেজর ব্রিজের একাধিক কর্মকর্তা ও পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, পাইল কাজ বসানোকে ঘিরে পদ্মাপাড়ের আশেপাশে বিভিন্ন পেশার মানুষ ও উৎসুক জনতা ভিড় জমায়।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আবদুল কাদের বাংলামেইলকে জানান, সকালে চায়না মেজর ব্রিজ তাদের নিজস্ব প্রথায় আনুষ্ঠানিকভাবে টেস্ট পাইল বসানোর কাজ শুরু করেছে। তবে আগামী ২০ মার্চ পদ্মা সেতুর ট্রায়াল পাইলের মূল কাজ শুরু করা হবে।

সংশ্লিষ্ট সূত্রমতে, মূল সেতুর পাইলগুলো ৩ ডায়ামিটারের। তবে টেস্ট পাইলের ক্ষেত্রে দেড় ডায়ামিটার দিয়ে ধারণক্ষমতা দেখা হচ্ছে। পদ্মাসেতু মাথা তুলে দাঁড়াবে ৪২ টি পিলারের উপর। পদ্মার দু’দিকে থাকবে দুটো পিলার আর মাঝখানে ৪০ টি পিলার। পিলারের প্রত্যেক জায়গা খনন করা (সয়েল বোরিং) হবে। এখন পর্যন্ত ৮ টি সয়েল বোরিং সম্পন্ন হয়েছে। নদীশাসন কাজের জন্য এর মধ্যে কিছু ড্রেজার এসে গেছে বাকিগুলো আসার পথে রয়েছে।

সেতু বিভাগ জানায়, মূল সেতু ছাড়াও অন্যান্য অংশের কাজ চলছে। ৬ দশমিক ১৫ কিলোমিটারের এ সেতু দিয়ে যান েচলাচল শুরু হবে ২০১৮ সালে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More