বাংলাদেশে নব নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এই অঞ্চলে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখতে চায়।
তিনি বলেন, দুই দেশের জনগণের স্বার্থে কাজ করার মাধ্যমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সম্পর্ককে আরো মজবুত করা হবে।
বুধবার রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে নিজের পরিচয়পত্র পেশ করার পর এসব কথা বলেন বার্নিকাট।
বুধবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে দেখা করে নিজের পরিচয়পত্র পেশ করেন তিনি।
এসময় বার্নিকাট রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন।
উল্লেখ্য, বার্নিকাট ২৫ জানুয়ারি ঢাকায় পৌঁছেছেন। তিনি ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ভারতে যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি পলিটিক্যাল কাউন্সিলরের দায়িত্ব পালন করেছেন। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোতে কাজ করার সময় ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটানের দায়িত্ব পালন করেছেন।
Next Post