ব্লগার ও গণজাগরণ মঞ্চের কর্মী নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে সরকারকে সাতদিনের আল্টিমেটাম দিয়েছে গণজাগরণ মঞ্চ।
আজ শনিবার সন্ধ্যায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এ ঘোষণা দেন।
কর্মসূচির মধ্যে রয়েছে- আগামীকাল রোববার বিকেল ৪টায় শাহবাগে নিলয়ের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা, মঙ্গলবার বিকেল ৪টায় গণমিছিল, শুক্রবার বিকেল ৩টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শোক সমাবেশ। আর এ সময়ের মধ্যে সরকার যদি দোষীদের গ্রেপ্তার করতে না পারে তবে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন ইমরান এইচ সরকার।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে গণজাগরণ মঞ্চের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানেই এসব কর্মসূচি নির্ধারণ করা হয়।
উল্লেখ্য, খিলগাঁওয়ের পূর্ব গোড়ানের ৮ নম্বর গলির ১৬৭ নম্বর বাসার পঞ্চমতলায় শুক্রবার দুপুরে ব্লগার নীলাদ্রী চট্টোপাধ্যায় নিলয়কে চার যুবক উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। এসময় নিলয়ের স্ত্রী আশামনি ও শ্যালিকা তন্বীকে বাসার বারান্দায় আটকিয়ে রাখা হয়। তখন বারান্দায় দাঁড়িয়ে আশামনি প্রাণপণে চিৎকার করছেন- বাঁচাও, বাঁচাও বলে। কিন্তু তিনি কোনো সাহায্যই পাননি।