তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তিনজন এমপি ও সাংবাদিকসহ ২১ বিশিষ্টজনদের হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম-১১ নামের একটি সংগঠন। নাটোর প্রেসক্লাবে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ডাকযোগে এ চিঠি পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়— ‘প্রথম আঘাতেই যাদের নিশ্চিহ্ন করা হবে তাদের একটি প্রাথমিক তালিকা দেওয়া হলো’ বলে।
চিঠিতে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানসহ মোট ২১ জনকে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন জানান, মূলত আতঙ্ক ছড়ানোর জন্য এ ধরনের চিঠি পাঠানো হয়েছে। তারপরও আমরা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি।