জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার দুপুরে আদালত এ নিষেধাজ্ঞা জারি করেন।
এক রিভিশন আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার এর একক বেঞ্চ বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞা জারি করেন। অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী আবেদনের পক্ষে শুনানি করেন।
এর আগে বুধবার সৈয়দ আফজাল এক রিভিশন আবেদন করেন হাইকোর্টে। আবেদনে সভাপতি, সেক্রেটারিসহ মোট ১১জনকে বিবাদি করা হয়েছিল ।