ভারতীয় ভিসা পেতে গত ২০ মে থেকে নতুন নিয়ম!

0

Indian Visaঢাকা : অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমের আরেকটা আন্দোলন সফল হল। অনলাইনে আন্দোলনের বদলৌতেই ঢাকায় ভারতীয় দূতাবাস তাদের ভিসা প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে। [ads1]

ফেসবুকে এ নিয়ে দীর্ঘদিন ধরেই একটি ইভেন্ট চালু ছিল। বিভিন্ন সময় বিভিন্নভাবে আন্দোলন হলেও এবার ছিল একেবারেই অন্যরকম। ঢাকাস্থিত ভারতীয় হাই কমিশনার, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মেইলে শুরু হয় অভিযোগ পাঠানো। এমন একটা ‘গান্ধীগিরি’তেই অবশেষে এ পরিবর্তন।

নতুন নিয়মে সোমবার (৩০ মে) থেকে ভারতীয় ভ্রমণ ভিসা আবেদনকারীদের সাক্ষাতের তারিখ মোবাইলে এসএমএস করে জানানো হবে। সাথে পাঠানো হবে একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ডও। ঢাকাস্থ ভারতীয় দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ভ্রমণ ভিসা আবেদনকারীদের অবশ্যই এই এসএমএস দেখিয়ে আইভিএসি কেন্দ্রে ঢুকতে হবে এবং আবেদনপত্র জমা দিতে হবে। এ ছাড়া আবেদনকারীদের অবশ্যই আবেদনপত্র পূরণের সময় নিজের সঠিক মোবাইল নম্বর দিতে হবে এবং অনলাইন সাক্ষাতের জন্য আবেদন করতে হবে।

তবে, ৫ই জুন পর্যন্ত যেসব আবেদনকারী বর্তমান ব্যবস্থায় সাক্ষাতের জন্য তারিখ পেয়েছেন, তাদের জন্য নতুন নির্দেশনা প্রযোজ্য হবে না।[ads2]

এছাড়া সাক্ষাতের তারিখ বা ই-টোকেন ছাড়া ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণের জন্য বিশেষ ঈদ ক্যাম্পের আয়োজন করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন, যা জুনের চার তারিখ থেকে শুরু হবে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

সাক্ষাতের তারিখ নির্ধারণের জন্য দূতাবাসের এখনকার যে পদ্ধতি কার্যকর রয়েছে তা নিয়ে বাংলাদেশে বিস্তর বিতর্ক রয়েছে। ভিসা প্রার্থীদের অভিযোগ অর্থ লেনদেন ছাড়া বাংলাদেশের কোন ভিসা প্রার্থীই ভারতীয় দূতাবাসে সাক্ষাতের তারিখ নিতে পারেন না।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More