ভাষাসৈনিক উ সুয়ে মারা গেছেন

0

u-suye-bg20150701110049_287312ভাষাসৈনিক উ সুয়ে হাওলাদার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার রাত দেড়টার দিকে পটুয়াখালি জেলার কলাপাড়া উপজেলায় নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

উ সুয়ের ভাতিজি ম্যাইনথ্যান প্রমিলা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কাকু দীর্ঘদিন ধরে পীত্তথলির ক্যান্সারে ভুগছিলেন।

১৯৩২ সালে পটুয়াখালীর কলাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন উ সুয়ে। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় তিনি বরিশাল ব্যাপ্টিস্ট মিশন স্কুলে ম্যাট্রিকুলেশনের (এসএসসি) পরীক্ষার্থী ছিলেন। আন্দোলন-সংগ্রামে জড়িয়ে পড়ার কারণে তিনি ওই বছর পরীক্ষায় অংশ নিতে পারেননি। এর আগে থেকেই তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন।

‘রাষ্ট্র ভাষা বাংলা চাই’ দাবিতে মাত্র ১৮ বছর বয়সে বরিশালে বাঙালিদের সাথে রাজপথে নেমেছিলেন রাখাইন সম্প্রদায়ের উ সুয়ে হাওলাদার।

১৯৫৭ সালে বরিশাল জেলার তৎকালীন আব্দুর রব সেরনিয়াবাদের নেতৃত্বে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সাথে যুক্ত হন উ সুয়ে হাওলাদার। ১৯৭০ সালে তিনি ন্যাশনাল এসেম্বলিতেও অংশ নেন।

রাখাইন সম্প্রদায়ের অস্তিত্বকে টিকিয়ে রাখতে অন্য সব রাখাইনদের সাথে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত সংগ্রাম করেন এই ভাষাসৈনিক। উ সুয়ে হাওলাদারের হাতেই তৈরি হয় ‘পটুয়াখালি জেলা রাখাইন সমাজকল্যাণ সমিতি’।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More