শুক্রবার বাংলা একাডেমির মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার প্রথম ছুটির দিন। মেলার আয়োজক ও প্রকাশকরা ধারণা করছেন আজ থেকে গ্রন্থমেলা জমে উঠতে পারে। গতকাল মেলার চতুর্থ দিনে লোকসমাগম থাকলেও বইয়ের বিক্রি তুলনামূলক কম হয়েছে। প্রকাশকরা জানিয়েছেন, মূলত প্রতিবছর গ্রন্থমেলা জমে ওঠে প্রথম সরকারি ছুটির দিন থেকে। সেই হিসেবে আজ গ্রন্থমেলা ফিরে পাবে তার পূর্ণ রূপ। বইয়ের বিক্রিও বাড়বে। তাই প্রকাশকরা প্রতীক্ষা করে আছেন আজকের দিনের জন্য।
আয়োজক সূত্রে জানা গেছে, আজ গ্রন্থমেলার দ্বার খুলে যাবে বেলা ১১টায়। একটানা চলবে রাত আটটা পর্যন্ত। তবে সকাল সাড়ে ৮টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলা একাডেমি। ফলে সকাল থেকেই শিশুদের পদচারণায় জমে উঠবে মেলা প্রাঙ্গণ।
এ প্রসঙ্গে অন্বেষা প্রকাশনীর শাহাদাৎ হোসেন বলেন, শুক্রবার মেলা তার পরিপূর্ণতা লাভ করবে। আজ থেকে প্রতিদিনই মেলায় বইপ্রেমীদের আনাগোনাও বাড়তে থাকবে। তিনি বলেন, ‘দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে, শুক্রবার কিংবা যে কোনো ছুটির দিনে বা উৎসবের দিনে মেলায় প্রচুর লোকসমাগম হয়। যাতে বিক্রিও ভালো হয়।’
Next Post