ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়।
এদিকে ভারতের উত্তর-পূর্বে এবং নেপালেও একই সময়ে ৭ দশমিক ৪ মাত্রায় ভূকম্পন অনুভূত হয়েছে। কেন্দ্রস্থলে এর গভীরতা ছিল ১১ দশমিক ৯ কিলোমিটার।
তবে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম বাংলামেইলকে বলেন, ‘আমাদের দেশে অনুভূত ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশেই। কিন্তু পর্যালোচনা ছাড়া এখনো উৎপত্তিস্থল এবং মাত্রা বলা যাচ্ছে না। এ নিয়ে কাজ চলছে।’
কিছুক্ষণ পর তিনি আবার বলেন, ‘ভূমিকম্পের উৎপত্তিস্থল নির্ণয় করা সম্ভব হয়েছে। এটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৭৩৩ কিলোমিটার দূরে নেপালের পোখারায়। এর মাত্রা ছিল ৭ দশমিক ৪।’
ভূমিকম্পের সময় বহুতল ভবনগুলো থেকে মানুষ আতঙ্কে নিচে নেমে আসে। রাজধানীর বিজয়নগর মোড়, নয়াপল্টন, মতিঝিলে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মজীবী মানুষ রাস্তায় নেমে আসে। সবার চোখেমুখে ছিল আতঙ্কের ছাপ। কোথাও কোথাও চিৎকার ও শোরগোলও শোনা যায়। তবে সারাদেশে ভূমিকম্প অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে এর ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।