জামালপুর আশেক মাহমুদ কলেজের ৭০বছর পূর্তি উৎসব উদযাপনে সোমবার সকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জামালপুর যাচ্ছেন। ৭০ বৎসর পূর্তি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। তার আগমনকে ঘিরে নবরূপে সাজানো হয়েছে আশেক মাহমুদ কলেজসহ পুরো জামালপুর শহর।
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে আশেক মাহমুদ কলেজের গ্রন্থাগার ভবনে রোববার সকালে এক সংবাদ সম্মেলনে জানানো হয়। উৎসব উদযাপন কমিটির চেয়ারম্যান বন্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি জানান, কলেজের ৭০ বছর পূর্তি উৎসব অধিকতর প্রাণবন্ত করতে এবং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর আগমনকে স্বার্থক করতে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এ অনুষ্ঠানের লক্ষে কলেজ মাঠে নির্মাণ করা হয়েছে দর্শনীয় এক বিশাল সভামঞ্চ। উৎসব অনুষ্ঠানে আশেক মাহমুদ কলেজের বর্তমান ও সাবেক ১৪ হাজার ছাত্রছাত্রী অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশনভুক্ত হয়েছেন। এছাড়াও ৬ হাজার অতিথি উপস্থিত থাকবেন।
কলেজের শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন কৃতি শিক্ষার্থী, নিয়মিত শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বসার ও আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। সেইসাথে মহামান্য রাষ্ট্রপতির সফরকে নিচ্ছিদ্র নিরাপত্তায় অধিকতর প্রাণবন্ত করতে জামালপুর জেলা প্রশাসন ও জামালপুর পুলিশ প্রশাসন এর যৌথ সমন্বয়ে নিরাপত্তা সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং তারা সর্বদায় সজাগ রয়েছেন বলেও জানান। এ
ছাড়াও এ উৎসবের আমেজ সকলকে উপভোগ করার প্রয়াশে কলেজ ক্যাম্পাসসহ পুরো জামালপুর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্নতার আওতায় এনে বর্ণিল সাজে সাজানো হয়েছে এবং আলোসজ্জায় সজ্জিত করা হয়েছে।
অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুপুর ১ টায় জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নের হরখালি গ্রামে যাবেন। সেখানে তার মেয়ের শ্বশুর বাড়িতে দুপুরের খাবার খাবেন।
Prev Post