ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ভারতের লোকসভায় স্থল সীমান্ত বিল পাশ হওয়ায় এক ঐতিহাসিক মাইলফলক উন্মোচন হয়েছে। ভারত-বাংলাদেশ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের টিকে থাকতে হবে।’
শনিবার সকালে হোটেল সোনারগাঁওয়ে ঢাকা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল আয়োজিত ঢাকা লায়ন ক্লাব ইন্টারন্যাশনাল (জেলা-৩১৫বি৩)-এর ১৯তম বার্ষিক সম্মেলনের উদ্বাধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আসন্ন রমজানের ঈদে ঘরমুখো মানুষের আর দুর্ভোগ পোহাতে হবে না দাবি করে বলেন, ‘উত্তর-দক্ষিণ ও পূর্ববঙ্গের সব রাস্তা এখন ভাল। বাংলাদেশের রাস্তায় আর মানুষের ভোগান্তি হবে না। বিশেষ করে পূর্ববঙ্গের সব রাস্তা সংস্কার করা হয়েছে।’
ঢাকা-চট্টগ্রাম চার লেন সড়ক সম্পর্কে মন্ত্রী বলেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যে চার লেনের কাজ শেষ হবে। ইতোমধ্যে ১৩০ কিলোমিটার চার লেনের কাজ শেষ হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘আগামী সেপ্টেম্বর থেকে মেট্রোরেলের কাজ শুরু হবে। ২০১৮ সালের মধ্যে শেষ করার টার্গেট নিয়ে পদ্মা সেতুর কাজ চলছে পুরোদমে।’