কর আওতা বৃদ্ধির ও কর ফাঁকি প্রতিরোধে কিছু আইনি পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর মধ্যে সরকারি উৎস থেকে মাসিক ১৬ হাজার বা তার বেশি বেতন গ্রহণ করলে, তার জন্য টেক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) থাকা বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দেয়া এক সুপারিশের পরিপ্রেক্ষিতে ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে এই প্রস্তাব করেন তিনি।[ads1]
আর্থমন্ত্রী বলেন, ‘এমপিও বা অন্যকোনো আদেশে সরকারি উৎস থেকে মাসিক ১৬ হাজার টাকা বা এর বেশি বেতন ভাতা প্রাপক এবং কোনো প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা ও প্রশাসনিক পদে বা উৎপাদনের সুপারভাইজরী পদে নিয়োজিত কর্মকর্তা বা কর্মচারীর জন্য টিআইএন গ্রহণ বাধ্যতামূলক করার প্রস্তাব করছি।’
এছাড়া তিনি করপরিপালন বৃদ্ধি ও কর ফাঁকি রোধে আইনী পরিবর্তনের প্রস্তাব পেশ করে বলেন, ‘রিটার্ন দাখিলের আওতা সম্প্রসারণ করে সকল সমবায় সমিতি, কর অব্যাহতিপ্রাপ্ত বা হ্রাসকৃত কর হারের সুবিধা ভোগকারী করদাতা, কোম্পানি শেয়ারহোল্ডার পরিচালক বা শেয়ারহোল্ডার কর্মচারী কোম্পানি বা গ্রুপ অব কোম্পানিজের পরিচালানা পর্ষদের সদস্য, ফার্মের সকল অংশীদার এবং ১৬ হাজার টাকা বা তার বেশি বেতন স্কেলভুক্ত সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সকল কর্মচারীর জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাব করছি।’[ads2]