বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০

0

trak[ads1]বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বগুড়ার শেরপুরে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৮ জন। শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার ধনকুণ্ডি এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে পেন্টাগন হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে শেরপুর থানার ওসি খান মো. এরফান জানান।
আহতদের মধ্যে ছয়জনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১৪ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ১০ জনের মধ্যে ৬ জনের নাম পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন— ঢাকা থেকে দিনাজপুরগামী বাস রেখা পরিবহনের চালক দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা শামিম হোসেন বেলাল (৪২), একই বাসের যাত্রী জয়পুরহাট জেলার পাচবিবি উপজেলার আজিজার রহমানের ছেলে সারোয়ার হোসেন (৩৫), দিনাজপুর শহরের বালুডাঙ্গা এলাকার নাজমুল হক সরকার (৩৫), দিনাজপুর সদরের খোদ্দ মাধমপুর গ্রামের পারভেজ আলম (৪০), রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার গোপালপুর গ্রামের বেনজির রহমান (৩৬) এবং দুর্ঘটনা কবলিত পাথর বোঝাই ট্রাকের চালক টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার জোরবাড়িয়া গ্রামের ভোলা মিয়া (৪২)।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম জানান, নিহত ছয় জনের নাম পরিচয় পাওয়া গেছে এবং তাদের আত্মীয় স্বজনদেরকে সংবাদ দেয়া হয়েছে। নিহত অপর চার জনের নাম পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।
এদিকে বগুড়া জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, হাইওয়ে পুলিশ সুপার ইসরাফিল হাওলাদার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে বগুড়া- ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার ধনকুন্ডি এলকায় পাথর বোঝাই ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংর্ঘষে ১০জন নিহত এবং কমপক্ষে আরো ২৫ জন আহত হয়।[ads2]

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More