২৫ ফেরুয়ারি থেকে রেল চলবে না, যদি…

0

reailবাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদের জন্য সম্প্রতি প্রকাশিত নিয়োগ প্রক্রিয়া স্থগিত না করলে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে সারাদেশে রেল চলাচল বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন স্টেশন মাস্টাররা। রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুমকি দেন বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের নেতারা।
বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মোখলেছুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, বেতন স্কেল অবনমন করে ২৭০ জন সহকারী স্টেশন মাস্টার পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এতে ২০০৯ সালের নির্ধারিত স্কেল থেকে এক ধাপ অবনমনের বিষয়টি উল্লেখ রয়েছে।  এর আগে বেতন স্কেল ছিলো ৪,৯০০ টাকা, নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী বেতনস্কেল দেখানো হয়েছে ৪,৭০০ টাকা। এটি মানা যায় না। এটি বাতিল করা না হলে প্রয়োজনে ট্রেন বন্ধ করে দেয়া হবে।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, প্রয়োজনীয় সংখ্যার চাইতে অনেক কম লোকবল নিয়োগ করা হচ্ছে। ৩৪০টি স্টেশনে দুইজন করে সহকারী স্টেশন মাস্টার নিয়োগ দিলে ৬৮০টি পদের প্রয়োজন। কিন্তু পদ নির্ধারণ করা হয়েছে ১১৪টি। এ বিষয়টি রেলের ডিজি, সচিব ও মন্ত্রীকে অবহিত করা হলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। স্টেশন বন্ধ থাকার কারণে রেলের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, প্রত্যেক স্টেশনে দৈনিক কমপক্ষে ৩ হাজার টাকা আয় হয়। এই হিসেবে প্রতিদিন ৪ লাখ ২০ হাজার আর প্রতি মাসে ১ কোটি ২৬ লাখ টাকা লোকসান হচ্ছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক এসএন ভট্টাচার্য, কার্যকরী সভাপতি মো. হোসেন মজুমদার, চট্টগ্রাম বিভাগের সভাপতি শওকত আলী চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নেজাম উদ্দিন, ঢাকা বিভাগের আহ্বায়ক মরণ চন্দ্র দাশ, সদস্য সচিব বেলায়েত হোসেন, লালমনিরহাট বিভাগের যুগ্ম সম্পাদক মো.জাহেদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More