হোসনী দালানে বোমা হামলার নিন্দা খেলাফত মজলিসের

0

Khelafot Mojlishখেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক যুক্ত বিবৃতিতে গত শুক্রবার রাতে পুরান ঢাকার হোসনী দালানে পবিত্র আশুরা উপলক্ষে শিয়া মতাবলম্বীদের সমাবেশে বোমা হামলা ও হতাহতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তিনি বলেন, এ বর্বোরিত হামলা দেশ ও দেশের জনগণের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্রের অংশ। দেশের জনগণের মধ্যে ধর্মীয় উত্তেজনা ও বিভেদ সৃষ্টির এক ঘৃন্য চক্রান্ত। এ হামলার ঘটনা প্রমান করে সরকার দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ।

তিনি আরো বলেন, দেশের ভেঙ্গে পরা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার কার্যকর ব্যবস্থা গ্রহনে ব্যর্থতা পরিচয় দিচ্ছে। দেশে কোন কিছু ঘটলেই বিরোধী রাজনৈতিক দলসমূহের উপর দোষ চাপিয়ে দেয়ার সরকারী প্রবনতা প্রকৃত অপরাধীদের আড়াল করে দিচ্ছে।

বিবৃতিতে নেতৃদ্বয় হোসনী দালানে বোমা হামলার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের অবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। একই সাথে এ ধরণের হামলা রোধে ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর উদ্যোগ নেয়ার দাবী জানান।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More