ঢাকা : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, বর্তমানে দু’দলই লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করছে।
এ রাজনীতি আমরা চাইনা। নির্দলীয় সরকারের অধীনে অবিলম্বে মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ১৩ তারিখের মধ্যে যদি এ সহিংসতা বন্ধ না হয়, তাহলে আমরা ঢাকা অভিমুখে মার্চ ফর পিচ ঘোষণা করতে বাধ্য হবো।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা কোনো দলের কর্মচারী নন। আপনারা এ দেশের জনগণের কর্মচারী ।
তিনি আরো বলেন, সহিংসতা বন্ধের জন্য আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ ১১টা থেকে বেলা ১২টা যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত ১১টি স্পটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।