বাঁশি বাজিয়ে প্রতিবাদ জানালেন মন্ত্রীরা

0

inu kaঢাকা: বাঁশি ও গাড়ির হর্ণ বাজিয়ে সহিংসতার প্রতিবাদ করেছে বিভিন্ন সংগঠন ও পরিবহন শ্রমিকরা। এতে অংশ নিয়েছেন সরকারের মন্ত্রীরাও। সচিবালয়ের ফটকে কর্মসূচিতে অংশ নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বাঁশি বাজিয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। সারাদেশে একযোগে রেল, সড়ক ও নৌ-পথে চলাচলকারী সব ধরনের যানবাহনে এক মিনিট হর্ন বাজিয়ে প্রতিবাদ কর্মসূচি পালিত হওয়ার কথা থাকলেও কাওরান বাজার, মানিকমিয়া এভিনিউ, মহাখালি, মতিঝিলসহ কয়েকটি এলাকার রাস্তায় এ ধরনের কোন কর্মসূচি চোখে পড়েনি। বেলা পৌনে একটা থেকে পনের মিনিটের এ কর্মসূচি ঘোষণা করেছিলেন শ্রমিক নেতা ও নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More