খালেদা জিয়ার জাতীয় ঐক্য প্রস্তাব নিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেছেন, যারা নিজেরাই সন্ত্রাসকে লালন করে, জঙ্গিবাদকে মদত দেয়, তাদের সঙ্গে ঐক্য করে লাভ নেই।
আইএস’র থাবা বাংলাদেশের ওপর মন্তব্য করে জঙ্গিবাদের জন্য আমেরিকা ও ইসরাইলকে দায়ী করেছেন তিনি। আর জামায়াতে ইসলামী অপরাধ ঢাকার জন্য আইএস’র সঙ্গে হাত মিলিয়েছে বলে অভিযোগ তার।
শনিবার বিকেলে কুষ্টিয়া ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে কুষ্টিয়া পৌরসভা মিলনায়তনে জেলার আলেম এবং ইমামদের সঙ্গে জঙ্গিবাদ দমনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গেও তিনি কথা বলেন। আলোচনা সভায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।[ads1]
হানিফ বলেন, আমেরিকা সুকৌশলে সিরিয়াকে ধ্বংস করে দিয়েছে। ৩ হাজার বছরের সভ্যতার শক্তিশালী মুসলিম রাষ্ট্র ইরানকে ধ্বংস করেছে। কর্ণেল গাদ্দাফি ছিলেন মুসলিম জাহানের অন্যতম শক্তিশালী নেতা, তাকে হত্যা করে লিবিয়াকে ধ্বংস করে দেয়া হয়েছে। মিশরকে ধ্বংস করেছে। মুসলিম রাষ্ট্র তিউনেশিয়াকে ধ্বংস করা হয়েছে, আফগানিস্থানকে ধ্বংস করে ছিন্নভিন্ন করা হয়েছে। এভাবেই ইসরাইল আইএস দিয়ে সকল মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করতে চায়। [ads2]
Prev Post
Next Post