কাউন্সিলের মধ্য দিয়ে বিএনপির বিপর্যয় কাটবে : মির্জা ফখরুল

0

fakrulআসন্ন জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে বিএনপি বিপর্যয় থেকে বেরিয়ে আসবে বলে আশাপ্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কাউন্সিলের সর্বশেষ প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ষষ্ঠ কাউন্সিলকে সামনে রেখে নয়া পল্টনের কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে নেতা-কর্মী-সমর্থকদের ভিড় বেড়ে গেছে; সাব-কমিটিগুলো কাজ শুরু করেছে। আমরা এক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে এসব কাজ করছি। তারপরও আমরা আশা করি, এই কাউন্সিল সফল করতে পারব। সরকারের নির্যাতনের কারণে আমাদের দল যে সঙ্কট ও বিপর্যয়ের মধ্যে পড়েছিল, এই কাউন্সিলের মাধ্যমে আমরা তা থেকে বেরিয়ে আসব। ১৯ মার্চ দিন ঠিক করে কাউন্সিল অনুষ্ঠানের জন্য তিনটি জায়গা চেয়ে বিএনপির পক্ষ থেকে আবেদন করা হলেও এখনো কোনো ভেন্যু ঠিক হয়নি বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, তিনটি জায়গার মধ্যে বসুন্ধরা সম্মেলন কেন্দ্র চেয়ে আবেদন নাকচ করেছে কর্তৃপক্ষ। শেরে বাংলানগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সম্পর্কে এখনো কোনো জবাব দেয়া হয়নি। আমরা আশাবাদী, এই সম্মেলন কেন্দ্রটি পাবো। এটা পেলে আমাদের জন্য সব দিক থেকে ভালো হয়। তবে সেখানে না হলে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন আমাদের শেষ পছন্দ। জেলা-উপজেলা পর্যায়ে কাউন্সিল অনুষ্ঠানে প্রশাসনের প্রতিবন্ধকতার মুখে পড়ার অভিযোগ তুলে ফখরুল বলেন, আমরা জেলা-উপজেলায় কাউন্সিল করতে গিয়ে প্রচণ্ড বাধার মুখে পড়ছি; অনেক ক্ষেত্রে আমাদের হল দিচ্ছে না, কাউন্সিল করতে পুলিশ অনুমতিও দিচ্ছে না। বহু জায়গাতে আমরা ‘ওপেন স্পেসে’ সম্মেলন করতে পারিনি, ক্লোজড ডোর কক্ষে করেছি। তারপরও আমরা এরকম প্রতিবন্ধকতার মধ্যে কাজ করার চেষ্টা করছি। জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করে তিনি বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ভালো করতে হলে দেশের একটি বড় রাজনৈতিক দলের কাউন্সিল সুষ্ঠুভাবে হতে হবে। জেলা কমিটির কাউন্সিল অনুষ্ঠানে সারা দেশে কেন্দ্রীয় নেতারা সফর করছেন বলেও জানান ফখরুল। দলের চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশন কাজ শুরু করেছে বলেও জানান তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও অর্থনীতি বিষয়ক সম্পাদক আবদুস সালাম এ সময় উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More