দলীয় সূত্র জানিয়েছে, বুধবার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির ষষ্ঠ কাউন্সিল, সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়ার অগ্রগতিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকে আলোচনা করা হবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির বৈঠক ১০ ফেব্রুয়ারি। ওই দিন গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক ডেকেছেন খালেদা জিয়া। আজ শনিবার বিএনপির দপ্তর সহসম্পাদক তাইফুল ইসলাম টিপু বিষয়টি নিশ্চিত করেছেন।