জাতিসংঘের তত্ত্বাবধানে অভিজিৎ হত্যাকাণ্ডের তদন্ত চায় জামায়াত

0

jamatজাতিসংঘের তত্ত্বাবধানে শক্তিশালী তদন্ত কমিটি গঠন করে অবিলম্বে অভিজিৎ হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটন ও দোষীদের সনাক্ত করে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার দলটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ আহবান জানান।

বিবৃতিতে তিনি বলেন, ইতিমধ্যেই আমরা অভিজিতের নির্মম হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি। আমরা এ ধরনের কর্মকা- কখনো সমর্থন করি না, তীব্রভাবে ঘৃণা করি। আমাদের বক্তব্যে এ নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছি। সরকার সেদিকে না গিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, একটি বিশেষ মহল সরকারের এই ষড়যন্ত্রে তাল মিলিয়ে ইন্ধন দিচ্ছে এবং কেউ কেউ রাজনৈতিক বিদ্বেষ প্রসূতভাবে জামায়াতকে ঘায়েল করার উদ্দেশ্যে অসত্য, কুৎসিত বক্তব্য দিয়ে চলেছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরো বলেন, সরকারের রহস্যজনক ভূমিকায় জনগণের মাঝে প্রশ্নের সৃষ্টি হয়েছে, নিচ্ছিদ্র নিরাপত্তা বেষ্টিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এলাকায়, পাশে অবস্থানরত পুলিশ ও শত শত মানুষের সামনে দুই জন দুর্বৃত্ত নিরাপদে নিঃসংকোচে এ নির্মম হত্যাকা- সংঘটিত করে কিভাবে পালিয়ে যেতে সক্ষম হলো? তার জবাব সরকারকেই দিতে হবে।

ডা. শফিক বলেন, ‘আমরা আবারো অত্যন্ত দৃঢ়ভাবে দাবি করছি জাতিসংঘের তত্ত্বাবধানে শক্তিশালী একটি তদন্ত কমিটি গঠন করে অবিলম্বে এ হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটন ও দোষীদের সনাক্ত করে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। তদন্ত প্রক্রিয়াকে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ করার জন্য এ প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের অন্তর্ভূক্তি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি।’

তিনি বলেন, ‘আমরা এ নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করার পাশাপাশি রাজনৈতিক মতলববাজ ও অতি উৎসাহী মহলকে সকল প্রকার দায়িত্বজ্ঞানহীন বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। অন্যথায় আমাদের আশঙ্কা এ অন্যায্য, অহেতুক ও নোংরা রাজনৈতিক খেলার কারণে চাঞ্চল্যকর হত্যাকা-টির রহস্য অনুদঘাটিত থেকে যেতে পারে এবং প্রকৃত খুনিরা দৃশ্যপট থেকে আড়াল হয়ে যেতে পারে।’

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More