ডেইলি স্টারের সম্পাদকের বিচার চান জয়

0

joyজনপ্রিয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে তার বিচার চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সামরিক অভ্যুত্থানে উসকানি দিতে সাজানো ও মিথ্যা প্রচারণা চালানোর জন্য রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে গ্রেফতারেরও দাবি করেন জয়।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে মাহফুজ আনামের বিরুদ্ধে এমন অভিযোগ আনেন তিনি। এরআগে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি দেয়া এক স্ট্যাটাসেও একই ধরনের অভিযোগ এনেছিলেন জয়।
জয় বলেছেন, একটি প্রধান সংবাদপত্রের সম্পাদক সামরিক বিদ্রোহে উসকানি দিতে যে মিথ্যা সাজানো প্রচারণা চালায় তা রাষ্ট্রদ্রোহিতা।
মাহফুজ আনাম, দ্যা ডেইলি স্টার সম্পাদক, স্বীকার করেছেন যে তিনি আমার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অপবাদ আরোপ করতেই তার বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির গল্প ছাপিয়েছিলেন। তিনি সামরিক স্বৈরশাসনের সমর্থনে আমার মাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে এই কাজ করেছিলেন।
সাংবাদিক হিসেবে মাহফুজ আনামের দায়িত্ব পালেনে কোনো অধিকার নেই জানিয়ে জয় লেখেন, ‘তিনি অব্যাহতভাবে রাজনীতিকদের বিরুদ্ধে তাদের অনৈতিকতা এবং দুর্নীতিগ্রস্ত হবার কথা লেখেন। তার নিজের স্বীকারোক্তি মতে তিনি নিজেই পুরোপুরি অনৈতিক এবং একজন মিথ্যাবাদী। তার অবশ্যই একজন সাংবাদিক হিসেবে থাকার কোনো অধিকার নাই, সম্পাদক তো অনেক দূরের বিষয়। তার কার্যক্রম দুর্নীতিকেও ছাড়িয়ে গিয়েছে; যা দেশপ্রেমহীন এবং বাংলাদেশ বিরোধী।
ডেইলি স্টারের সম্পাদকের বিচার চান জয়
বুধবার ওয়ান ইলেভেনের সময়ে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই’র দেয়া নিউজ ছাপানো এবং প্রমাণ করতে না পারার কারণে ভুল স্বীকার করে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেছিলেন, এটা আমার সাংবাদিকতা জীবনে, সম্পাদক হিসেবে ভুল, এটা একটা বিরাট ভুল। সেটা আমি স্বীকার করে নিচ্ছি।
এটিএন নিউজে মুন্নী সাহার সঞ্চালনায় নিউজ আওয়ার এক্সটা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওই অনুষ্ঠানের শুরুতে ২৫ বছর পূর্তিতে ডেইলি স্টারের তৈরি একটি ভিডিওচিত্র দেখানো হয়। তারপর আলোচনা হয় সংবাদ, সাংবাদিকতা, ডেইলি স্টারের পাঠকপ্রিয়তা নিয়ে।
সাংবাদিক গাজী নাসিরউদ্দিন আহমেদ আলোচনার টেবিলে তোলেন সেই সময়ে ডেইলি স্টারের একটি ভুল রিপোর্টের প্রসঙ্গ। এ সময় মাহফুজ আনাম ভুল স্বীকার করেন।
ডেইলি স্টারের সম্পাদকের বিচার চান জয়
মাহফুজ আনামের ‘মিথ্যা গল্পের উসকানি’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করিয়েছে উল্লেখ করে জয় ওই স্ট্যাটাসে লেখেন ‘১১ মাস তিনি জেলে কাটিয়েছেন। আমি বিচার চাই। আমি চাই মাহফুজ আনাম আটক হোক এবং তার রাষ্ট্রদ্রোহিতার বিচার হোক।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More