নতুন ঐক্য গড়ার ঘোষণা বিএনপি-ত্যাগী ইসলামী ঐক্য জোটের

0

57fbbd1c244093d84368c55cccc5cec2-বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছেড়ে ইসলামী ঐক্য গড়ে তুলবে বলে জানিয়েছেন ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী। তিনি বলেন, সবল ইসলামী দল, সংগঠন, আলেম কেরাম ও ইসলামমনস্ক লোকদের সমন্বয়ে একটি সংগঠিত, সমন্বিত ইসলামী শক্তি গড়ে তোলা অপরিহার্য। বৃহস্পতিবার (৭ জানুয়ারী) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী ঐক্যজোটের ত্রি-বার্ষিক জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন।
সকাল ৯টা থেকে বিকাল ২টা পর্যন্ত অনুষ্ঠিত কনভেনশনে দেশের ৫০ ঊর্ধ্ব জেলার প্রতিনিধি বক্তব্য রাখেন।
কনভেনশনে আব্দুল লতিফ নেজামী বলেন, ইসলামী ঐক্যজোট দেশে বিরাজমান শ্বাসরুদ্ধকর পরিস্থিতি উত্তরণে ইস্পাত কঠিন ঐক্য প্রতিষ্ঠার জন্যে ইসলামী দল, সংগঠন ও ব্যক্তিত্বসহ সর্বস্তরের ইসলামি শক্তির প্রতি উদাত্ত আহবান জানাচ্ছে। তাই ইসলামী ঐক্যজোট এ দায়িত্ব সম্পাদনের কাজকে ঐতিহাসিক কর্তব্য মনে করে। সব ইসলামী দল, সংগঠন ও আলেমদের একাজে এগিয়ে আসা উচিত।
কনভেনশনে ৫ দফা দাবি পেশ করেন আব্দুল লতিফ নেজামী। তিনি বলেন, কওমি মাদ্রাসার শিক্ষা সনদের স্বীকৃতি প্রদান ও আলিয়া মাদ্রাসার শিক্ষার সিলেবাসে ইসলামিয়াত ৬০ শতাংশ ও সাধারণ বিষয় ৪০ শতাংশ যুক্ত করতে হবে। আলেমদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অবমাননাকর ও অশোভন ‍উক্তির মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন পাস করতে হবে। জাতীয় নারী উন্নয়ন নীতির ইসলামী ধারা বাতিল করতে হবে। পর্দা প্রথাকে ঐচ্ছিককরণ সংবলিত নির্দেশ বাতিল করতে হবে। দাবি আদায়ে প্রয়োজনে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান নেজামী।

কনভেনশনে ইসলামী ঐক্য জোটের ভাইস চেয়ারম্যান আবুল হাসনাত আমীনী বলেন, ইসলামের স্বার্থে আমরা কাজ করব। এ জন্য প্রয়োজনে কোনও জোটে থাকব না। আওয়ামী লীগ, বিএনপি কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না ইসলামী ঐক্য জোট।

আবুল হাসনাত আমীনী বলেন, কোন নাস্তিক-মুরতাদকে মাথা চাড়া দিতে দেওয়া হবে না। কওমি মাদ্রাসা নিয়ে কোনও ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।

কনভেনশনে দলের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ ১১ দফা প্রস্তাব এবং আগামী ৩ বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট মজলিসে শূরা এবং ১০১ সদস্য বিশিষ্ট জাতীয় নির্বাহী কমিটির নাম ঘোষণা করেন মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। জাতীয় নির্বাহী কমিটিতে আব্দুল লতিফ নেজামীকে চেয়ারম্যান ও মুফতি মুহাম্মদ ফয়েজুল্লাহকে জোটের মহাসচিব পদে পুনর্নির্বাচিত করা হয়। এছাড়া, নির্বাহী কমিটিতে আরও আছেন, ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুর রকিব অ্যাডভোকেট, মাওলানা মুহিবুল্লাহ বাবু নগরী, মাওলানা জুনায়েদ বাবু নগরী, মাওলানা শামসুল আলম, মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা মুফতি মুজাফ্ফর আহমদ, মাওলানা আব্দুল মালেক হালিম, মাওলানা আবদুর রশীদ মজুমদার, অধ্যাপক মাওলানা আব্দুল করিম, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা এহতেশাম সরোয়ার, মাওলানা লেহাজ উদ্দীন, যুগ্ম মহাসচিব মুফতি মুহাম্মদ তৈয়্যেব হোসাইন, মাওলানা ফজলুর রহমান, মাওলানা আবুল কাশেম, মাওলানা শেখ লোকমান হোসাইন, যুগ্ম-মহাসচিব মাওলানা মঈনউদ্দিন রুহী, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, মাওলানা জিয়াউল হক মজুমদার, সহকারী মহাসচিব মাওলানা আব্দুল হাই ফারুকী, মাওলানা ফারুক আহমদ, মাওলানা আব্দুল মাজেদ আতহারী, মাওলানা জুনায়েদ গুলজার, হাফেজ মাওলানা ইদ্রিস, মাওলানা আবু তাহের খান, মাওলানা আলতাফ হোসাইন, সহকারী মহাসচিব মাওলানা একে এম আশরাফুল হক, মাওলানা ইয়াকুব গাজী, সাংগঠনিক সচিব মাওলানা সাখাওয়াত হোসাইন, অর্থ সচিব মাওলানা জসিম উদ্দীন, প্রচার সচিব মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, দফতর সচিব মাওলানা রিয়াজতুল্লাহ, মহিলা বিষয়ক সচিব নাঈমা সুলতানা, আইন বিষয়ক সচিব মাওলানা হেদায়েত উল্লাহ গাজী, ছাত্র বিষয়ক সচিব মাওলানা আনছারুল হক ইমরান, দাওয়াহ ও ইরশাদ সচিব মাওলানা সাইফুল ইসলাম।

কনভেনশনে আরও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের নির্বাহী সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, ইসলামী ঐক্য জোটের মাওলানা আব্দুর রশিদ মজুমদার, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা আবু তাহের জিহাদী, অধ্যাপক এহতেশাম সরোয়ার, মুফতি তৈয়্যেব হোসাইন, মাওলানা ফজলুর রহমান, মাওলানা আবুল কাশেম, মাওলানা মইন উদ্দীন রুহী, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, মাওলানা সাখাওয়াত, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা আনছারুল হক ইমরান, মাওলানা খুরশিদ আলম প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More