ঢাকা: রাজধানীর আরামবাগে নটরডেম কলেজের কাছে একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় তারা পরপর দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
মঙ্গলবার বেলা পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, প্রথমে হঠাৎ করে দু’টি ককটেল বিস্ফোরণের আওয়াজ শুনতে পান তারা। এরপর নটরডেম কলেজের কাছে পার্কিং করা একটা গাড়িটিতে আগুন জ্বলতে দেখা যায়। ধরাণা করা হচ্ছে- দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন লাগিয়েই সটকে পড়ে।
দগ্ধ গাড়িটি অগ্রণী এসএমই ফাইনান্স নামের একটি প্রতিষ্ঠানের বলে জানা গেছে। অফিসের কাজে গাড়িটি ব্যবহার করেন একে মুজিবুর রহমান নামের এক কর্মকর্তা। গাড়ির নম্বর ঢাকা মেট্রো ঘ-১৩৮৮০৪।