জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মোবারক হোসাইনসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল ৮ টার দিকে মিরপুরের শেওরাপাড়া এলাকায় মিছিল করে যাওয়ার সময় পুলিশ তাদেরকে আটক করেছে বলে এক জামায়াত নেতা দাবি করেছেন।
এ বিষয়ে জানতে কাফরুল থানায় ফোন করলে ডিউটি অফিসার হেলেন পারভীন শীর্ষ নিউজকে বলেন, ৪ জন আটক আছে। তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আমাদের দুইজন পুলিশ আহত হয়েছেন এবং ওরাও কিছু আহত হয়েছে। ওদেরকে ট্রিটমেন্ট করার জন্য মেডিকেলে নেওয়া হয়েছে। ওদের নাম পরে বলা যাবে।
কাফরুল থানার ওসির মোবাইলে ফোন করলে তিনি বলেন, আমরা এখন একটু ব্যস্ত আছি পরে কথা বলবো।