সিটি করপোরেশনের মহিলা কাউন্সিলর বিএনপি নেত্রী রিনা হালিম ও জামায়াত নেতা মাওলানা শরীফ হোসাইনের নেতৃত্বে বিএনপি-জামায়াতের দু’শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছে।
শহীদ আহসান উল্লাহ্ মাস্টারের ১১তম শাহাদাৎ বার্ষিকী উপদযাপন উপলক্ষে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় গত শুক্রবার সন্ধ্যায় বিএনপি-জামায়াতের নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেয়।
গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে আওয়ামী লীগ নেতা মশিউর রহমান মুকুলের পরিচালনায় যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজীপুর জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আলহাজ্ব সিরাজুল ইসলাম এমএ, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ মিয়া, গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাছা বঙ্গবন্ধু কলেজের ব্যবস্থাপনা পরিচালক অধ্যক্ষ মহিউদ্দিন মহি, গাজীপুর সিটি করপোরেশন কাউন্সিলর জিল্লুর রহমান মুকুল, আলহাজ্ব জবেদ আলী জবে, মহিলা কাউন্সিলর শিরিন আক্তার, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আদম আলী, হাজী মনিরুজ্জামান মনির, রুবেল খান মন্টু, কৃষকলীগ নেতা মো. লিটন মিয়া, আব্দুল আলীম প্রমুখ।