সরকার অপহরণ করলে সালাহ উদ্দিন এত দিন বেঁচে থাকার কথা নয় : নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান

0

sajahanমঙ্গলবার সন্ধ্যায় মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়ায় বিশিষ্ট আওয়ামী লীগ নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম ইলিয়াছ আহমেদ চৌধুরীর ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নিয়ে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন,

“সরকার অপহরণ করলে সালাহ উদ্দিন আহমেদের এত দিন বেঁচে থাকার কথা নয়”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌমন্ত্রী বলেন, ‘সালাহ উদ্দিনের এটা একটা সাজানো নাটক। তা না হলে যদি সরকারই করবে তাহলে তো এত দিন বেঁচে থাকার কথা না। সরকারকে প্রশ্নের মুখোমুখি করা ইত্যাদি কারণে তারা এই নাটক সাজিয়েছে।

তিনি আরো বলেন, সালাহ উদ্দিন সেও যথেষ্ট অন্যায় করেছে যেটা তালেবানি কায়দায় মিডিয়ার মাধ্যমে অবরোধ-হরতালের ঘোষণা দিয়ে সুযোগ করে দিয়েছে সন্ত্রাসীদের, মদদ জুগিয়েছে পেট্রলবোমা মেরে, শত শত মানুষকে তারা খুন করেছে, অগ্নিদগ্ধ করেছে। এরও একটা প্রতিক্রিয়া তাঁর মনে পড়েছে।’

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More