হরতালের সমর্থনে সারাদেশে মিছিল-পিকেটিং, ব্যাপক সংঘর্ষ

0

hartal২০ দলের চলমান অবরোধের পাশাপাশি টানা ৭২ ঘন্টার হরতালের সমর্থনে সারাদেশে মিছিল  পিকেটিং করেছে  নেতাকর্মীরা।  এসময় পুলিশের সাথে তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

রোববার সকাল থেকে দেশের বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে ২০ দলের নেতা-কর্মীরা।  এসময় পিকেটিং এর চেষ্টা চালালে নেতা-কর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।  এসময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা রাস্তায় আগুন জ্বালীয়ে রাজপথ অবরোধের চেষ্টা চালালে রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

মৌচাক:

কেয়ার-টেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২০ দল ঘোষিত টানা অবরোধ ও আহুত ৭২ ঘন্টা হরতালের ১ম দিনে আজ রবিবার সকাল ৭.৪৫টায় রাজধানীর মৌচাকে বিক্ষোভ মিছিল করেছে ২০ দলীয় জোট রমনা থানার নেতা-কর্মীরা।

রমনা থানা জামায়াতের সেক্রেটারী জিল্লুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে আরো উপস্থিত ছিলেন ছাত্রনেতা মুরাদ হোসেন, জামিল হোসেন, জামায়াত নেতা মোজাম্মেল হোসেন ও যুবনেতা ওমর ফারুক প্রমুখ।

ধানমন্ডি:

২০ দল আহুত ৭২ ঘন্টা হরতালের ১ম দিনে রাজপথ অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম । ধানমন্ডিতে অনুষ্ঠিত উক্ত মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগরী পশ্চিমের প্রচার ও তথ্য সম্পাদক গোলাম হায়দার সোহেল। মিছিলটি বিডিআর ৫ নং গেট থেকে শুরু হয়ে ষ্টার কাবাব এর সামনে গিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী পশ্চিমের প্রচার ও তথ্য সম্পাদক গোলাম হায়দার সোহেল।  সরকার অবৈধ,খুনী ও দখলবাজ সরকার। ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য দেশব্যাপী কথিত বন্দুক যুদ্ধ,ক্রসফায়ার ও এনকাউন্টারের নামে জামায়াত-শিবির,বিএনপির নেতা কর্মীদের বাসা থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা,গুম,পঙ্গু এবং আহত করেছে। একই সাথে বিরোধী দলের হাজারো কর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেফতার করে মিথ্যা মামলায় জড়াচ্ছে।

উত্তরা:

সকাল ৯টায় মহানগরী অর্থ সম্পাদকের নেতৃত্বে উত্তরার আব্দুল্লাহপুর রেলক্রসিংএ মিছিল ও পিকেটিং করেছে উত্তরা অঞ্চলের শিবির নেতাকর্মীরা।

এসময় দক্ষিণখান থানা সভাপতি, উত্তর‌খান থানা সভাপতি, তুরাগ থানা সভাপতিসহ স্থানীয় শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তেজগাঁও :

একই সময়ে তেজগাঁওয়ের ইন্দিরা রোডে হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির তেজগাঁও কলেজ শাখা।

মহানগরী উত্তরের কলেজ সম্পাদকের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগরী আইটি সম্পাদক, তেজগাঁও কলেজ সভাপতি, তেজগাঁও শিল্পাঞ্চল থানা সভাপতি, তেজগাঁও স্কুল থানা সভাপতিসহ কলেজের অন্যান্য শিবির নেতাকর্মীরা।

বাড্ডা:

২০ দলের হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করেছে ছাত্রশিবির বাড্ডা থানা।এসময় থানা সভাপতিসহ স্থানীয় শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নোয়াখালী:

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনিদিষ্টকালের অবরোধ ও হরতালের সমর্থনে এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নামে মিথ্যা মামলার প্রতিবাদে নোয়াখালীর বেগমগঞ্জে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছে জেলা যুবদল।

নোয়াখালী জেলা ও বেগমগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে রোববার সকাল সাড়ে ৭টার দিকে যুবদল নেতা আজিজুর রহমান নান্নুর নেতৃত্বে জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী বড় পোল থেকে একটি বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমানিয়া হোটেলের সামনে গিয়ে সমাবেশ করে।

ময়মনসিংহ :

২০ দলীয় জোটের  ডাকা ৭২ ঘন্টা হরতালের ১ম দিনে ময়মনসিংহে হরতালের সমর্থনে মিছিল করে শহর শিবির ।

শহর শিবিরের সেক্রেটারি রেজাউল নেতৃত্বে আজ সকালে মিছিলটি শহরের ধূপাখলা মোড় থেকে শুরু হয়ে বদরের মোড়ে গিয়ে শেষ হয়।

নারায়ণগঞ্জ:

অবৈধ সরকারের পদত্যাগ, গুন, খুন বন্ধ, রাজবন্ধীদের মুক্তির দাবি ও হরতালের ১ম দিনে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবির।


সকাল সোয়া ৭ টায় শাখা সেক্রেটারীর নেতৃত্বে মিছিলটি নারায়ণগঞ্জ মাসদাইর বাজারের সামনে থেকে শুরু করে দেওভোগ পানির টাংকির মোড় গিয়ে শেষ হয় ।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More