১/১১ এর নিপীড়ন প্রক্রিয়া অব্যাহত : মঈন খান

0

moin khanবিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বর্তমানে বাংলাদেশে গণতন্ত্র অনুপস্থিত। জনগণের জান-মাল নিরাপত্তাহীন। ১/১১ এর সরকার অন্যায় অত্যাচার নিপীড়নের মাধ্যমে দেশের মানুষকে স্তব্ধ করে দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল। প্রায় ১০ বছর আগের গণতন্ত্রকে ধ্বংস করার সেই প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে।
রাজধানীর নয়াপল্টনে শনিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ‘জিয়া মঞ্চ’ আয়োজিত এক আলোচনা সভা, পবিত্র কোরআন খতম ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঈন খান বলেন, মানুষ সরকারের তথাকথিত উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে। কিন্তু একটু গভীরে গেলে আমরা দেখতে পাচ্ছি, যে উন্নয়ন হচ্ছে তা ফাঁকা উন্নয়ন, ফাঁকা উন্নয়নের বুলি। কেননা, গণতন্ত্র ছাড়া উন্নয়ন কখনো টেকসই হতে পারে না। উন্নয়নের ধোঁয়া দিয়ে গণতন্ত্রকে আচ্ছন্ন করার প্রচেষ্টায় রত এই সরকার।
মঈন খান বলেন, আরাফাত রহমান কোকোর আত্মদান বৃথা যেতে পারে না। কোকোর আত্মদান শক্তিতে রূপান্তরিত করে দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেব।
জিয়া মঞ্চের সভাপতি মহসিন আহমেদের সভাপতিত্বে এবং মহাসচিব ফয়েজ উল্লা ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, কৃষকদলের যুগ্ম সম্পাদক শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ। আলোচনা সভা শেষে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More