বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেছেন, আওয়ামী লীগে যারা আছেন তারা ভুয়া মুক্তিযোদ্ধা। এরা মুক্তিযুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভারতে চলে গেছে। সম্মুখ যুদ্ধ করেনি।
তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মহান নেতা হিসেবে উল্লেখ করে বলেন, মুক্তিযুদ্ধে তার অবদান অনেক। কিন্তু যারা আজকে জিয়াউর রহমান সম্পর্কে আবোল- তাবোল বক্তব্য রাখছেন তারা যুদ্ধের কামানের গোলার শব্দ শোনার আগেই ভারতে পালিয়ে যান।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিবি) মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ অহংকার স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বীরউত্তম’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনে সরকার পাশ্ববর্তী এক দেশের নির্দেশে চললে তারা ওই দেশ থেকে তিস্তার পানি আনতে পারেনি। সীমান্তে হত্যার প্রতিবাদ করতে পারেনি।
অনির্বাচিত এ সরকার উৎখাতের জন্য তিনি সকল মুক্তিযোদ্ধাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ।