জিয়া ছিলেন মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী : এইচ টি ইমাম

0

HT emamবিএনপির প্রতিষ্ঠাতা ও মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেননি দাবি করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, জিয়াউর রহমান হয়তো অন্য উদ্দেশ্য নিয়ে যুদ্ধে গিয়েছিলেন। পরবর্তীতে তার কর্মকাণ্ডে তাকে ‘অনুপ্রবেশকারী’ বলা যেতে পারে।

আজ বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ কমিটি আয়োজিত ‘দিন বদলের ৭ বছর’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি। এইচ টি ইমামের সভাপতিত্বে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক একে আজাদ চৌধুরী। এ ছাড়া আরো বক্তব্য রাখেন অধ্যাপক আনিসুজ্জামান, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, এফবিসিসিআই-এর সাবেক সভাপতি কাজি আকরাম উদ্দিন আহমদ, পরিকল্পনা কমিশনের সদস্য সামসূল আলম, অর্থনীতিবিদ ড. বিনায়ক সেন, ব্যারিস্টার তানিয়া আমির, সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, অর্থনীতিবিদ শামসুল আলম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।

এইচ টি ইমাম বলেন, ‘অনুপ্রবেশকারী হলেও ওই সময় আমাদের জাতীয় ঐক্যের প্রয়োজন ছিল এবং সেক্টর কমান্ডারদের ধরে রাখার দরকার ছিল, তাই তাকে (জিয়া) ধরে রাখা হয়েছিল।’

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বর্তমান সরকার অঙ্গীকার অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের বিচার করতে পেরেছে এবং অপরাধীদের শাস্তি কার্যকর করেছে, যা অনেকেই ভাবতে পারেননি।

গত ২৫ বছরে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ঠিকমতো গড়ে ওঠেনি উল্লেখ করে আনিসুজ্জামান বলেন, ‘এগুলোর দিকে এখন মনোযোগ দেয়ার সময় যাতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ঠিকমতো গড়ে উঠে গণতন্ত্রকে শক্তিশালী ভিতের ওপর প্রতিষ্ঠিত করতে পারে।’

বিচারপতি শামসুদ্দিন মানিক বলেন, ২০১৫ সালের ৫ জানুয়ারিকে ঘিরে বিএনপি-জামায়াত যে তাণ্ডব চালিয়েছিল, তার জন্য ইন্টারন্যাশনাল ক্রাইম (ট্রাইব্যুনাল) অ্যাক্ট ১৯৭৩ এর ৩ ও ১ ধারা মোতাবেক মামলা করা যেতে পারে। এর জন্য খালেদা জিয়ার দায়ও কম নয়। কারণ, তিনি সব কর্মকাণ্ড করার নির্দেশ দিয়েছিলেন।

বর্তমানে বিচার বিভাগ স্বাধীন উল্লেখ করে তিনি বলেন, বিএনপি-জামায়াত দাবি করছে বিচার বিভাগ নাকি স্বাধীন নয়। এটি একটি মিথ্যাচার। আমি একজন প্রাক্তন বিচারপতি হিসেবে বলছি, বর্তমানে বিচার বিভাগের স্বাধীনতা অসীম

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More