শফিক রেহমান ও মাহমুদুর রহমানের মুক্তি দাবি করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ৩০০মিলিয়ন ডলার পাচার করেছে, এ সংক্রান্ত তথ্য শফিক রেহমান সাংবাদিক হিসেবে সংগ্রহ করেছেন।
এ জন্যই তাকে গ্রেফতার করা হয়েছে। শেখ হাসিনা যদি জনগণের প্রধানমন্ত্রী হয়ে থাকেন তবে ৩০০ মিলিয়ন ডলারের বিষয়ে জয়কেও ‘ভেতরে নিয়ে জিজ্ঞাসাবাদ’ করা দরকার।
রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক দল আয়োজিত মে দিবসের সমাবেশে তিনি এই অভিযোগ করেন।
এদিকে খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় তার কাছেই কথিত ওই অর্থের উৎস বিষয়ক তথ্য জানতে চেয়েছেন প্রধানমন্ত্রীপুত্র জয়।