বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফের সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্যের কথা বলেছেন। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া এরই মধ্যে জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। এর অংশ হিসেবে বিভিন্ন দল ও পেশাজীবীদের সঙ্গে বৈঠক করা হচ্ছে। সবার মত নেয়া হচ্ছে। বৃহস্পতিবার রাতেও তিনি পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেছেন।[ads1]
জাতীয় ঐক্য গড়তে বিএনপি জামায়াত-শিবির ছাড়বে কি না, এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ফখরুল বলেন, তিনি আর কোনো প্রশ্ন নেবেন না।
উল্লেখ্য, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গুরুতর অসুস্থ অবস্থায় বুধবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতালে ভর্তির পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক সানোয়ার হোসেনের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
১৯৮৪ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে গুরুতর আহত হন তৎকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি রিজভী। সে সময়ে তিনি মেরুদণ্ড ও পাকস্থলিতে আঘাত পান।
রিজভীর আশু আরোগ্যের জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী আঞ্জুমানার বেগম।[ads2]
Prev Post