জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, মানুষ জাপাকে বিরোধী দল নয় সরকারের অংশ বলে মনে করে। এ জন্যই পৌরসভা নির্বাচনে তারা লাঙল মার্কায় ভোট না দিয়ে নৌকায় ভোট দিয়েছে। মঙ্গলবার সকালে বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সরকারের উদ্দেশে তিনি বলেন, জাতীয় পার্টিকে যখন বিরোধী দলে স্থান দিয়েছেন তখন তাদের বিরোধী দল হিসেবে কাজ করতে দিন। আমরা সংসদকে কার্যকর করতে চাই।
তিনি আরও বলেন, জাতীয় পার্টি সরকারে থাকায় সাধারণ মানুষের কাছে সেই বিশ্বাস অর্জন করতে পারেনি। তাই আমাদের কাজ হবে বিরোধী দল হিসেবে বিশ্বাসযোগ্যতা অর্জন করা।
জি এম কাদের অভিযোগ করেন, জাতীয় পার্টিকে জনসমর্থনহীন দলে পরিণত করার প্রক্রিয়া শুরু হয়েছিল। যার প্রমাণ পৌরসভা নির্বাচন। এই নির্বাচনে মানুষ লাঙল প্রতীকে ভোট দেয়নি।
Prev Post
Next Post