এ বছর বাংলাদেশ থেকে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে। ২০১৫ সালের দেশভিত্তিক ‘সার্চ’-এর তালিকা প্রকাশ করেছে গুগল। আর সেই তালিকায় বাংলাদেশ থেকে সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে এমন ১০ ব্যক্তির তালিকা দেওয়া হয়েছে।
তালিকায় ঠাঁই পাওয়া ১০ ব্যক্তির মধ্যে তিনজনই বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার। মজার ব্যাপার হচ্ছে, তাঁরা তিনজনই পেসার। এঁদের মধ্যে শীর্ষে রয়েছেন এ বছরই অভিষিক্ত হয়ে তাক লাগিয়ে দেওয়া সাতক্ষীরার মুস্তাফিজুর রহমান।
আরেক পেসার তাসকিন আহমেদ রয়েছেন এ তালিকার চতুর্থ স্থানে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওডিআই ক্যাপ্টেন এবং পেসার মাশরাফি বিন মুর্তজা রয়েছেন নবম অবস্থানে।
অকালপ্রয়াত অভিনেতা, মডেল ও সেট ডিজাইনার সায়েম সাদাত রয়েছেন এই তালিকার সপ্তম স্থানে।
ক্রিকেটার ও অভিনেতা ছাড়াও বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে, সানি লিওন এবং কারিশমা তান্না রয়েছেন সবচেয়ে বেশিবার খোঁজার এ তালিকায়।
সুজয় ঘোষের ‘অহল্ল্যা’ ছবিতে অভিনয় করা রাধিকা আপ্তে তৃতীয় অবস্থানে এবং সাবেক পর্নো স্টার ও বর্তমান বলিউড অভিনেত্রী সানি লিওনের অবস্থান অষ্টম। বিগ বস-৮ রিয়েলিটি শোতে অংশ নিয়ে আলোচিত হওয়া অভিনেত্রী ও মডেল কারিশমা তান্না রয়েছেন তালিকার দশম স্থানে।
এ তালিকায় ঠাঁই পাওয়া একমাত্র বিজ্ঞানী হচ্ছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম। তিনি রয়েছেন এ তালিকার দ্বিতীয় অবস্থানে। গত ২৭ জুলাই ভারতে মারা যান তিনি।
এর বাইরে হলিউড অভিনেত্রী এরিয়াল উইন্টার রয়েছেন পঞ্চম অবস্থানে। হলিউড অভিনেত্রী ও রেসলার রন্ডা রৌসি রয়েছেন ষষ্ঠ অবস্থানে।
চলুন, এক নজরে দেখে নিই এ বছর বাংলাদেশ থেকে গুগল সার্চে শীর্ষে থাকা ১০ ব্যক্তির তালিকা :
১. মুস্তাফিজুর রহমান
২. এ পি জে আবদুল কালাম
৩. রাধিকা আপ্তে
৪. তাসকিন আহমেদ
৫. এরিয়াল উইন্টার
৬. রন্ডা রৌসি
৭. সায়েম সাদাত
৮. সানি লিওন
৯. মাশরাফি বিন মুর্তজা
১০. কারিশমা তান্না
সূত্রঃ এন টিভি