বৈশ্বিক অর্থ লেনদেন প্রতিষ্ঠান ট্রান্সফার্স্টের একটি পণ্য ট্রান্সপে। বাংলাদেশে ট্রান্সপে চালু করতে ঢাকায় এসেছেন এর প্রধান নির্বাহী কর্মকর্তা সমিশ কুমার। বৃহস্পতিবার প্রথম আলোর সঙ্গে আলাপচারিতায় নানা বিষয় তুলে ধরেন তিনি। সাক্ষাৎকার—নুরুন্নবী চৌধুরী ট্রান্সপে সম্পর্কে বলুন…
সমিশ কুমার: ট্রান্সপে হচ্ছে ক্রসবর্ডার পেমেন্ট প্ল্যাটফর্ম। অনলাইনে কাজ করেন এমন কেউ ট্রান্সপের মাধ্যমে নিজের অর্জিত অর্থ নিজের ব্যাংক হিসাবে নিতে পারবেন খুব সহজে। বাংলাদেশের অনেক ফ্রিল্যান্সার ইতিমধ্যে ট্রান্সপের সেবা ব্যবহার করতে শুরু করেছেন। এই সেবার মাধ্যমেই অনলাইন মার্কেটপ্লেসগুলো থেকে উপার্জিত অর্থ তুলছেন বাংলাদেশি মুক্ত পেশাজীবীরা (ফ্রিল্যান্সার)। ফ্রিল্যান্স কাজের সেরা ১০ দেশের একটি হলো বাংলাদেশ। ট্রান্সপে বর্তমানে ১০০টির বেশি দেশে সেবা দিচ্ছে।
বাংলাদেশি ফ্রিল্যান্সারদের সম্পর্কে আপনার মত কী?
সমিশ কুমার: বাংলাদেশে প্রায় সাড়ে ৫ লাখ মুক্ত পেশাজীবী কাজ করছেন। এর মধ্যে অ্যাফিলিয়েট মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিকস ডিজাইন এবং লেখালেখির কাজ করছেন বেশির ভাগ মুক্ত পেশাজীবী। মেধাভিত্তিক নানা ধরনের কাজও করছেন অনেকেই। এটা ভালো। অনেক দেশের তুলনায় বাংলাদেশের মুক্ত পেশাজীবীরা মেধাবী।
ফ্রিল্যান্সারদের জন্য কী কী সেবা দেবে ট্রান্সপে?
সমিশ কুমার: বাংলাদেশে ট্রান্সপের সেবাকে আরও ব্যবহার উপযোগী, দ্রুততর ও সাশ্রয়ী করার কাজ করছে। ট্রান্সপের মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায়।
ট্রান্সপের বিশেষত্ব কী?
সমিশ কুমার: ট্রান্সপে বর্তমানে শীর্ষ সব মার্কেটপ্লেসের সঙ্গে চুক্তিবদ্ধ। আমাদের অর্থ লেনদেনের েক্ষত্রে বাড়তি বা লুকোনো কোনো ফি নেই। অর্জিত অর্থ দ্রুত পাওয়ার সব ধরনের সুবিধাই রাখা হয়েছে এ সেবায়। অর্থ পাওয়ার বা জমা হওয়ার বিষয়গুলো এসএমএসের মাধ্যমে নিশ্চিতকরণ বার্তা পাবেন ব্যবহারকারী।
বাংলাদেশে এসেছিলেন আগে?
সমিশ কুমার: এই নিয়ে পাঁচবার এলাম বাংলাদেশে। তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ বড় এক বাজার। তাই আমরা ভারতের পাশে বা দক্ষিণ এশিয়া না বলে সরাসরি বাংলাদেশকেই গুরুত্ব দিচ্ছি। মুক্ত পেশাজীবীরাও শুধু ঢাকাভিত্তিক নয়। বড় বাজার বলেই বাংলাদেশকে আলাদাভাবে দেখি।
ট্রান্সপে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী?
সমিশ কুমার: বাংলাদেশে ট্রান্সপে ফ্রিল্যান্সারদের সব ধরনের সেবা দেবে। আমাদের রয়েছে নির্দিষ্ট সাপোর্ট সেবা, যার সাহায্যে যেকোনো ধরনের সমস্যার সমাধান পাওয়া যাবে। বাংলাদেশ কমিউনিটির সঙ্গে যুক্ত হতে পেরে ট্রান্সপে গর্বিত।
Prev Post
Next Post