ডেস্কটপ কম্পিউটার কিংবা ল্যাপটপের প্রসেসর, মাইক্রো প্রসেসর, র্যাম, মেমোরি ও কম্পিউটার অন্যান্য অপরিহার্য যন্ত্রাংশ একে অপরের সাথে সংযুক্ত হয় মাদারবোর্ডে।
তাই পিসির সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হল মাদারবোর্ড। যন্ত্রটির আভ্যন্তরীণ তাপমাত্রা বৃদ্ধি কিংবা বিদ্যুতের নিয়মিত ভোল্টেজের তারতম্যের জন্য যে কোন সময়ই নষ্ট হয়ে যেতে পারে এই মেইনবোর্ডের যেকোন একটি যন্ত্রাংশ কিংবা সমগ্র পিসি।
তবে মাদারবোর্ডের উপর খানিকটা নজরদারী করলে এ সমস্যা এড়িয়ে চলা যায়। এজন্য মাদারবোর্ডের সার্বক্ষনিক নজরদারীতায় ব্যবহার করা যেতে পারে একটি সফটওয়্যার।
“মাদারবোর্ড মনিটর” নামের শক্তিশালী এই সিস্টেম মনিটরিং ইউটিলিটির সাহায্যে মাদারবোর্ডের আভ্যন্তরীণ ফ্যানের ঘূর্ণনগতি, প্রসেসরের তাপমাত্রা এবং বিদ্যুতের ভোল্টেজ সহ মেইনবোর্ডের সাথে সংযুক্ত প্রায় সব অপরিহার্য যন্ত্রাংশ সার্বক্ষনিক পর্যবেক্ষন করা সম্ভব হবে।
ক্ষুদ্র যন্ত্রাংশগুলো পর্যবেক্ষনের পাশাপাশি সফটওয়্যারটি মাদারবোর্ডের চিপ এবং মেমোরির বিসদ আকারে সিস্টেম ইনফেরমেশানও যাচাই করতে সক্ষম।
১.২ মেগাবাইট আকারের সফটওয়্যারটি প্রতিটি যন্ত্রাংশ পর্যবেক্ষণ করে বিশেষ মুহূর্তে প্রয়োজনে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে রক্ষা করবে পিসি। এছাড়াও যেকোন সমস্যা আঁচ করে জরুরী অ্যালার্ম এবং ইমেইল পাঠিয়ে ব্যবহারকারীকে জানান দিতে সক্ষম এটি।
৫.৩.৭.০ সংস্করণের সফটওয়্যারটি উইন্ডোজ এক্সপি ও উইন্ডোজ ৭ সহ প্রায় সব ধরনের উইন্ডোজ অপারেটিং সিস্টেম সমর্থিত। বিনামূল্যে ডাউনলোড ঠিকানা: http://nixdown.blogspot.de/2016/01/motherboard-monitor-software.html