ইন্টারনেটের গতি বাড়িয়ে নেওয়ার সহজ উপায়

0

internet-speedধীর গতির ইন্টারনেট খুবই বিরক্তকর। হয়েও যেন হয় না। ডাউনলোড করতে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করে শেষ পর্যন্ত কেটে গেল। বুঝতে পারছেন অনুভবটা কী হবে? তাই বলি কিছু ঘরোয়া টোটকা জেনে রাখুন। মিস্ত্রি না ডেকে নিখরচায় নিজেই বাড়িয়ে ফেলতে পারেন ইন্টারনেট স্পিড।

প্রথমে ডাউনলোড ও আপলোড স্পিড দেখে নিন। ইন্টারনেট স্পিড চেক করার জন্য বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। Speedtest.net বা DSLReports.com মাধ্যম দিয়ে দেখে নিতে পারেন আপনার কম্পিউটারে ইন্টারনেট স্পিড।

DNS সেটিং আপনার কম্পিউটারে ইন্টারনেট স্পিডের তারতম্য ঘটাতে পারে। ব্রডব্যান্ড ব্যবহার করার আগে দেখে নিন DNS সেটিংস। আপনার সার্ভিস প্রোভাইডারের কাছে থেকে নিজস্ব DNS সেটিংস নিন। কারণ ইন্টারনেট ব্যবহার করার সময় ডিফল্ট DNS সেটিংস তৈরি হয়। গ্লোবাল DNS সেটিংস ব্যবহার করুন সব সাইট খোলার জন্য। তারসঙ্গে IP adress, Subnet Mask, Default Gateway চেক করে নিন।

কেবল ইন্টারনেট, ব্রডব্যান্ড, FiOS কানেকশনে ইন্টারনেট স্পিড বাড়াতে tweak test  ব্যবহার করতে পারেন। বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন http://www.dslreports.com/tweaks

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More