ঢাকার উত্তরায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে যৌনকর্মীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ৪ নম্বর সেক্টরের ওই ফ্ল্যাটে অভিযান চালানো হয়।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই বাড়িতে অসামাজিক কার্যকালাপ চলছে এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় ৪ যৌনকর্মী ও ৩ খদ্দেরসহ মোট ৭ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।