
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই বাড়িতে অসামাজিক কার্যকালাপ চলছে এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় ৪ যৌনকর্মী ও ৩ খদ্দেরসহ মোট ৭ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।