দোলাইরপাড়ে চার হাসপাতালকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা

0

RABরাজধানীর দোলাইরপাড়ের চারটি বেসরকারি হাসপাতালেকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
হাসপাতালগুলো হচ্ছে-কিউর জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ইউনিকেয়ার জেনারেল হাসপাতাল, জেইসী জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও এশিয়া স্পেশালাইজড জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।
বৃহস্পতিবার দুপুরে ওই হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে হানা দেয় র‌্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত।
অভিযান শেষে চারটি প্রতিষ্ঠানকে সাড়ে আট লাখ টাকা জরিমানা করেন আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।
র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জাহাঙ্গীর হোসেন মাতুব্বর মানবকণ্ঠকে জানান, শ্যামপুর থানাধীন দোলাইরপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে রীতিমতো বাণিজ্য চালিয়ে আসছিল হাসপাতাল নামধারী কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান। এ ব্যাপারে র‌্যাব-১০ এর কাছে অনেক ভুক্তভোগী লিখিত অভিযোগ করেন। তিনি জানান, ভুক্তভোগীদের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে দোলাইরপাড়ের কিউর জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, জেইসী জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ইউনিকেয়ার জেনারেল হাসপাতাল ও এশিয়া স্পেশালাইজড জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় র‌্যাব।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম ও র‌্যাব-১০ এর উপ-পরিচালক মেজর তৌফিকুল বারীর নেতৃত্ব ওই প্রতিষ্ঠানগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
র‌্যাব-১০ অধিনায়ক আরো জানান, অস্বাস্থ্যকর পরিবেশে প্রয়োজনীয় সংখ্যক লোকবল ছাড়া হাসপাতালের স্টাফ ও নার্সরা নিজেরাই চিকিৎসক সেজে অনুমোদনবিহীনভাবে চিকিৎসা প্রদান করার দায়ে কিউর জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মিসেস রাহিমা হেমায়েত (৪০) ও ম্যানেজার লিটন সরকারকে (২৫) তিন লাখ টাকা, জেইসী জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক বিলকিস খাতুনকে (৪০) দুই লাখ টাকা ও ইউনিকেয়ার জেনারেল হাসপাতালের কেয়ারটেকার মোখলেছুর রহমানকে দেড় লাখ টাকা ও এশিয়া স্পেশালাইজড জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের  কেয়ারটেকার সাইফুল ইসলামকে (২২) দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেন আদালত।
র‌্যাব কর্মকর্তা বলেন, ওই হাসপাতালগুলোতে সরেজমিনে আদালত দেখতে পান, কোন ডাক্তার নেই। হাসপাতালের স্টাফ ও নার্সরা নিজেরাই ডাক্তার সেজে ওই হাসপাতালগুলোতে রোগীদের সেবা প্রদান করছিল।  জরাজীর্ণ, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের অস্ত্রোপচারও করা হচ্ছে।
কল্যাণপুরে ইবনে সিনা ডায়াগনস্টিক ও হাসপাতালে অভিযান
অপরদিকে বৃহস্পতিবার দুপুরে কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ইবনে সিনা ডায়াগনস্টিক ও হাসপাতালে অভিযান চালায় র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব-২ এর উপ-পরিচালক ড. দিদারুল আলম জানান, বৃহস্পতিবার কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় দুই হাসপাতাল কর্তৃপক্ষের ৮জনকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৮ লাখ টাকা জরিমানা করেন র‌্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন। ইবনে সিনা ডায়াগনস্টিক ও হাসপাতালের সঙ্গে সংশি¬ষ্ট পাঁচজনকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেয়া হয়। ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল সঙ্গে সংশি¬ষ্ট তিনজনকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- ডা. তৌহিদুল ইসলাম, ইদ্রিস ফারুকী, আব্দুল আজিজ, বেলাল হোসেন, আব্দুলা আল তায়েব, কামরুল হাসান, একরামুল হক ও ইমদাদুল হক।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More