রাজধানীর মধ্য বাড্ডা এলাকা থেকে রিয়াদ নামের ৭ বছরের একটি ছেলে হারিয়ে গেছে। সে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার পরিচ্ছন্ন কর্মী খাদিজা আক্তার লিজার ছেলে। রিয়াদ মাদরাসার ছাত্র। সে ৮১/৩ পুরাতন কৃষি ব্যাংক রোড, হলি ভিশন হাই স্কুল, মধ্য বাড্ডা এলাকায় বসবাস করে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে মাদরাসা থেকে বাসার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়েছে। যদি কোন স্বহৃদয় ব্যক্তি ছেলেটির সন্ধান পান তবে ০১৯১৯৮১৫২২৭ (লিজা), ০৪৪৭৮০১৭৬২৬ (মানবকণ্ঠ) এই নম্বরে অথবা দৈনিক মানবকণ্ঠ, রোড নম্বর-১৩৮, প্লট নম্বর- ১/এ, গুলশান-১, ঢাকা-১২১২ এই ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হল।