মগবাজার উড়ালসড়ক প্রকল্পে আবারও সময় বাড়ানো হয়েছে। নির্মাণ সময় বেড়ে যাওয়ায় জনগণের দুর্ভোগও বাড়লো। প্রকল্পের ব্যয় বাড়লো আরো ৪৪৬ কোটি টাকা। বর্ধিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার জন্য প্রধানমন্ত্রী একনেক সভা থেকে নির্দেশ দিয়েছেন বলে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান।
আজ সকালে শেরেবাংলা নগরস্থ পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেযারপারসনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওই প্রকল্পের সংশোধন অনুমোদন দেয়া হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী ব্রিফিং এ সাংবাদিকদের অনুমোদনের বিষয়টি জানান। আগামী ২০১৭ সালে প্রকল্পটি শেষ করতে হবে। কিছু কাজ বৃদ্ধি পাওযার কারণে ব্যয় বেড়েছে বলে মন্ত্রী জানান।
তিনি বলেন, এটাই প্রথম সংশোধন। মূল ব্যয় ছিল ৭৭২ কোটি টাকা। এখন হলো ১ হাজার ২১৮ কোটি টাকা। উল্লেখ্য ২০১১ সালের ৮ মার্চ একনেক থেকে ৩৪৩ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি পাস করানো হয়।