রাজধানী ঢাকার বায়তুল মোকাররম এলাকায় শিকড় পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার সন্ধ্যার পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইটে এ ঘটনা ঘটে।
এর আগে দিনের বেলায় রাজধানীতে অন্তত সাতটি বাসসহ ২৪ ঘন্টায় প্রায় ১৫টি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।
অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধের মধ্যে আজ থেকে শুরু হওয়া ৭২ ঘণ্টার হরতালের প্রথম দিন এ সব অগ্নিসংযোগের ঘটনা ঘটলো।